জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পার করেছেন। দীর্ঘ এই সময়ে নানা উত্থান-পতন ও ঘটনার মুখোমুখি হয়েছেন। তার এই জীবনের গল্প এবার তুলে ধরা হবে বইয়ের মলাটে। জানা গেছে, লেখক হিসেবে পথচলা শুরু করছেন রানী মুখার্জি। শুরুতেই নিজের গল্প দিয়েই পাঠকের সামনে আসবেন তিনি। আগামী ২১ মার্চ রানীর জন্মদিন। বিশেষ এই দিনে মুক্তি পাবে তার আত্মজীবনী। এতে এই অভিনেত্রীর পেশাগত জীবনের সাফল্য, ব্যর্থতা, পরিচালক-প্রযোজকদের সঙ্গে তার সমীকরণসহ জীবনের নানা বিষয় তুলে ধরবেন রানী। এই অভিনেত্রীর ভাষায়, ‘দেখতে দেখতে ২৫ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলাম। ভারতীয় সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এখনো আমি আমার মনের কথা কাউকে বলিনি। ইন্ডাস্ট্রিতে নারীদের প্রতিটি মুহূর্তে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে হয়। এই বিশ্লেষণ আমার ওপরেও প্রভাব ফেলেছিল। এই বইয়ে সেই অভিজ্ঞতার কথাও থাকবে।’ অভিনয় কেরিয়ারের প্রথম থেকেই বিতর্ক এড়িয়ে চলেছেন রানী মুখার্জি। তবুও তার ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে চর্চা হয়েছে। কিন্তু কখনোই এগুলো নিয়ে মুখ খোলেননি তিনি। এবার সেই কথাগুলোই বইয়ের মলাটে তুলে ধরবেন রানী মুখার্জি।
তুষার আদিত্য