বলিউড অভিনেত্রী নোরাকে চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছে ভারতের দুর্নীতি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কোটি কোটি টাকা তছরুপের মামলায় নাম জড়িয়েছে আরেক বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও। সম্পূরক চার্জশিটে তার নামও জু়ড়েছে ইডি। ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। সুকেশের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে অভিনেত্রী নোরাকে। জ্যাকলিন ফার্নান্ডেজের মতো সুকেশের দেওয়া দামি উপহার পেয়েছেন নোরাও। এই প্রতারণা মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুধু তাই নয়, গত ডিসেম্বরেই জানা গিয়েছিল ইডির হয়ে সুকেশের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নোরা।
রোমান রায়