জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, আমি স্তব্ধ: বাপ্পা মজুমদার

প্রখ্যাত ব্রিটিশ ব্লুজ রক গিটারিষ্ট, গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক এরিক ক্ল্যাপটন। এই মানুষটি বাপ্পা মজুমদারের জীবনে একটি আবেগের নাম। কেননা তার গিটারকে বাপ্পা অনুসরণ করে গেছেন সুদীর্ঘকাল। আকস্মিকভাবেই এই তারকার স্বাক্ষর করা গিটার যদি হাতে পেয়ে যান বাপ্পা মুজমদার! বিষয়টা কেমন হবে? বাস্তবেই এমনটি ঘটলো। ক্ল্যাপটনের স্বাক্ষর করা গিটার বাপ্পাকে উপহার দিয়ে চমকে দিয়েছেন তারই শুভাকাঙ্ক্ষীরা। গিটারটি হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা। বিষয়টি নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন দেশের সংগীতাঙ্গনের এই তারকা। সেখানে গিটার হাতে ছবি পোস্ট করে ‘দিন বাড়ি যায়’ গানের গায়ক লেখেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। শাহান, ইমরান আসিফ আর চৈতীর প্ল্যানে আমার গুরু এরিক ক্ল্যাপ্টনের সাইন আমার ফেনডার স্ট্র‍র‌্যাটে। আমি ভাষাহীন, আমি স্তব্ধ!’ জানা গেছে, বাপ্পা মজুমদারকে এই সারপ্রাইজ দিয়েছেন ‘দলছুট’র ম্যানেজার ও গীতিকার শাহান কবন্ধ, ইমরান আসিফ ও চৈতী।  মুলত এরিক ক্ল্যাপটনকে বাপ্পা ভীষণ পছন্দ করেন বলেই শাহান ও বাকিরা তাকে চমকে দেওয়ার জন্যই এমন কাজ করেছেন।

রোমান রায়