ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড

বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ’ফনি’র তর্জন-গর্জন উপেক্ষা করে ‘ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়ে গেল।সেদিন সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘর,শাহবাগের প্রধান মিলনায়তনে জমকালো এক আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হলো এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম।ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সেদিন হলভর্তি ছিলো কানায় কানায়,ছিলো তারকাদের উজ্জ্বল উপস্থিতি।বরাবরই মতো এবারও চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, নৃত্য, ফ্যাশন এবং মঞ্চ ব্যক্তিত্বদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে.এম.খালিদ এম.পি, ড. কুতুব উদ্দিন চৌধুরী,এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সভাপতিত্ব করেন ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি(ডিসিআরইউ)’র প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রেজাউল করিম রেজা।ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি(ডিসিআরইউ) আয়োজিত ‘ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড’ আজীবন সম্মাননায় ভূষিত করা হয় তিন তারকাকে সোহেল রানা(চলচ্চিত্র), লাকী ইনাম (টেলিভিশন), দীলরুবা খান (সংগীত)। ২০১৬ সালের টেলিভিশন বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চু, শ্রেষ্ঠ অভিনেত্রী শাহানাজ খুশি, শ্রেষ্ঠ পরিচালক সকাল আহমেদ, শ্রেষ্ঠ নাট্যকার বৃন্দাবন দাস, শ্রেষ্ঠ উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা, চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী, শ্রেষ্ঠ অভিনেত্রী নাবিলা, শ্রেষ্ঠ পরিচালক এস.এ.হক অলিক, শ্রেষ্ঠ চলচ্চিত্র বেপরোয়া (নিবেন সুকান্ত কাশারী সুমন, প্রযোজক), সংগীত বিভাগে শ্রেষ্ঠ গায়ক এফ এ সুমন, শ্রেষ্ঠ গায়িকা দিনাত জাহান মুন্নি, শ্রেষ্ঠ গীতিকবি দেলোয়ার আরজুদা টিপু, শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইবরার টিপু, নৃত্য বিভাগ শ্রেষ্ঠ নৃত্যশিল্পী পুরুষ লিখন রায়, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী নারী নাদিয়া আহমেদ, শ্রেষ্ঠ নৃত্যপরিচালক সোহেল রহমান।২০১৭ সালের টেলিভিশন বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা আহসান হাবীব নাসিন, শ্রেষ্ঠ অভিনেত্রী এ্যানি খান, শ্রেষ্ঠ পরিচালক মাসুদ সেজান, শ্রেষ্ঠ নাট্যকার মাসুম শাহরিয়ার, শ্রেষ্ঠ উপস্থাপাক আনজাম মাসুদ, চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা সাইমন সাদিক, শ্রেষ্ঠ অভিনেত্রী পপি, শ্রেষ্ঠ পরিচালক বদিউল আলম খোকন, সংগীত বিভাগে শ্রেষ্ঠ গায়ক সুজন আরিফ, শ্রেষ্ঠ গায়িকা সিঁথি সাহা, শ্রেষ্ঠ গীতিকবি নিহার আহমেদ, শ্রেষ্ঠ সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ, নৃত্য বিভাগ শ্রেষ্ঠ নৃত্যশিল্পী পুরুষ আবু নাঈম, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী নারী চাদঁনী, শ্রেষ্ঠ নৃত্যপরিচালক অনন্যা ওয়াফি রহমান।
২০১৮ সালের টেলিভিশন বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা তাহসান, শ্রেষ্ঠ অভিনেত্রী মম, শ্রেষ্ঠ পরিচালক সাগর জাহান, শ্রেষ্ঠ নাট্যকার সাগর জাহান, শ্রেষ্ঠ উপস্থাপাক আনজাম মাসুদ, চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা বাপ্পি চৌধুরী, শ্রেষ্ঠ অভিনেত্রী অধরা জাহান, শ্রেষ্ঠ পরিচালক ইস্পাহানি আরিফ জাহান, সংগীত বিভাগে শ্রেষ্ঠ গায়ক মো: কামরুজ্জামান রাব্বি, শ্রেষ্ঠ গায়িকা আঁখি আলমগীর, শ্রেষ্ঠ গীতিকবি জাহিদ আকবর, শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইমন সাহা, নৃত্য বিভাগ শ্রেষ্ঠ নৃত্যশিল্পী পুরুষ মেহরাজ হক তুষার, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী নারী মীম চৌধুরী, শ্রেষ্ঠ নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, শ্রেষ্ঠ নবাগত উপস্থাপক লাবণ্য এবং ওয়েলকাম ব্যাক অ্যাওয়ার্ড সংগীত শিল্পী আরফিন রুমি। আলোচিত কন্ঠশিল্পী হিসেবে সম্মাননা পান কন্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা ও মেরী। ২০১৭-১৮ এর বেস্ট ফ্যাশন হাউজ টপ ম্যান ও বেস্ট ফ্যাশন ডিজাইনার এমএইচ মোস্তফা, বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার সৌরভ সোহাগ, বেস্ট আরজে সাইমুর রহমান ও বেস্ট ড্যান্স কোরিওগ্রাফার ফ্লাই ফারুক প্রমুখ।
ডিসিআরইউ সভপতি রেজাউল করিম রেজা জানান-গতকাল ০৩ মে ২০১৯, বাংলাদেশ জাতীয় জাদুঘর এ’ফনি’র তর্জন-গর্জন উপেক্ষা করে ‘ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, ফ্যাশন তারকা ও নির্মাতাদের অ্যাওয়ার্ড গ্রহন আমাদের আয়োজনকে স্বার্থক করেছ। মঞ্চে দাড়িয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ এম.পি সহ অন্যান্য গন্যমান্য অতিথিগণ পর্যায়ক্রমে টানা ৩ বছরের (২০১৬-২০১৮) অ্যাওয়ার্ড তারকাদের হাতে তুলে দিয়েছেন। হলভর্তি সম্মানিত দর্শকবৃন্দ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাওয়ার্ড প্রদান আর তারকা শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, ফ্যাশন কেটওয়াক উপভোগ করেছেন। ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি (ডিসিআরইউ) পরিবারের জন্য এটা অনেক বড় পাওয়া। ডিসিআরইউ সবার কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকুন।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা,স্বদেশ টিভি,স্বদেশ নিউজ২৪ ও দৈনিক বাংলাদেশের আলো। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ ও লাবন্য।
আলমগীর কবির