জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রীর পাশাপাশি এখন তিনি প্রযোজকও। বুধবার সরকারি অনুদানের অর্থ পাওয়ার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই।
তার ভাষ্য, ‘‘গতকাল মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘লালা শাড়ি’র জন্য অনুদানের প্রথম চেক গ্রহণ করলাম। চলতি বছরই সিনেমা নির্মাণের কাজ শুরু করবো। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’’
অপু জানান, তার প্রযোজনার প্রথম সিনেমা ‘লালা শাড়ি’ নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। আর এটি নির্মিত হবে অপুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় প্রডাকশন হাউজ’র ব্যানারে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।
ঢালিউড কুইন’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’
উল্লেখ্য, গত মাসের মাঝামাঝিতে তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২০২১-২২ অর্থ বছরের অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সেখানে ‘লালা শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বাংলা সিনেমার সুপারস্টার’খ্যাত শাকিব খানও একই অর্থ অনুদান পায় ‘মায়া’ সিনেমার জন্য। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। এ ছাড়াও ২০২১-২২ অর্থ বছরের ১৯টি সিনেমার জন্য অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
রোমান রায়