সাংবাদিক, কবি, বীর মুক্তিযোদ্ধা ফজল এ খোদা’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা

“সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে”, আব্দুল জব্বারের গাওয়া এই গানটি শোনেননি এমন বাঙালি এই বিশ্বে খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। কিন্তু, গানের এই কথাগুলো কে লিখেছেন এমন প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। এই অমর গানের গীতিকার ফজল এ খোদা। বীর মুক্তিযোদ্ধা। সাংবাদিক, কবি সংগঠক। তাঁর লেখা এই গানটি, ২০০৬ সালে বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত সেরা ২০ গানের মধ্যে ১২ তম অবস্থানে অন্তর্ভুক্ত রয়েছে। ১৯৪১ সালের ৯ মার্চ পাবনার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন ফজল এ খোদা। ১৯৬৩ সালে ঢাকা বেতারের তালিকাভুক্ত গীতিকার হিসেবে যোগ দেন। ঢাকা টেলিভিশনের কার্যক্রম শুরু হলে তিনি সেখানেও তালিকাভুক্ত হন। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় তাঁর লেখা ‘সংগ্রাম সংগ্রাম চলবে.. ” গানটি তৎকালীন টেলিভিশনে প্রচারিত হলে তিনি পাকিস্তানের শাসক গোষ্ঠীর কোপানলে পড়েন। “ভালোবাসার মুল্য কতো’, ‘মন রেখেছি আমি’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘কলসি কাঁখে, ঘাটে যায়’, ‘বাসন্তী রং শাড়ি পরে’ এমনই সব মন কাড়ানিয়া গান লিখে তিনি সমৃদ্ধ করেছেন আমাদের বাঙলা গানের ভূবণ। অথচ কোন রাস্ট্রীয় স্বীকৃতি মেলেনি ‘সালাম সালাম হাজার সালাম’ গানের এই গীতিকারের। ফজল এ খোদা ২০২১ সালের ৪ জুলাই করোনা আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, প্রার্থনা করি মহান আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন।
মুজতবা সউদ