স্বনামধন্য চলচ্চিত্র নায়িকা শাবানা’র জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা

শাবানা, আমার মনে হয় না এই নামটি লেখার বা উচ্চারনের পর, আর কিছু লেখার বা বলার প্রয়োজন রয়েছে। পুরো নাম আফরোজা সুলতানা। ডাক নাম রত্না। শাবানা তাঁর পর্দা নাম। কিশোরী নায়িকা থেকে পূর্ণ বয়েসি প্রধান নারী চরিত্রে তিনি যেন দাপিয়ে বেড়িয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্প। একটানা প্রায় ৩০ বছর ধরে তিনিই ছিলেন চলচ্চিত্র ব্যাবসার, চলচ্চিত্র কেন্দ্রিক আলোচনার কেন্দ্রবিন্দু। বলা হত, “পর্দায় শাবানার একফোঁটা অশ্রুর দাম লক্ষ টাকা”। তিনি হঠাৎ চলচ্চিত্র থেকে চলে যাওয়ায় যেন অন্ধকার হয়ে গেছিলো এই শিল্প। যার অভাব আজও পুরন হয়েছে বলে কেউ মনে করেন না। যতদিন ছিলেন, ছোটো ভাই এর মত স্নেহ করেছেন। বলতেন, ” তুই না আমার ছোট ভাই…. “। চলচ্চিত্র বা চলচ্চিত্র কেন্দ্রিক মানুষদের খুব সহজেই আপন করে নিতে পারতেন। তাঁর জন্য কখনো কারো সেট ফেঁসে গেছে বা ক্ষতি হয়েছে কিংবা তিনি দেরি করে শুটিং স্পটে এসেছেন, এমন অভিযোগ একটিও নাই। পেয়েছেন নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আজীবন সম্মাননা। এ ছাড়াও অসংখ্য পদক, পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তবে এ নিয়ে মতভেদ রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি শাবানা ফ্যান গ্রুপ গতবছর জানিয়েছিলেন, সেখানে ৫ জুন শাবানা তাঁর জন্মদিন পালন করেছিলেন। এ বিষয়ে৷ তাঁরা শাবানার অনুমতি নিয়ে উইকিপিডিয়ায় জন্মতারিখ সংশোধনের আবেদন করেন। উইকিপিডিয়ার ইংরেজি ভার্সনে সংশোধিত হয়ে ৫ জুন হলেও, বাংলায় তা ১৫ জুনই রয়ে গেছে। ৫ অথবা ১৫ জুন, যে দিনই হোক জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা এবং শ্রদ্ধা এই মহান শিল্পীর প্রতি।
মুজতবা সউদ