অধ্যাপক ড. আনিসুজ্জামান শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক। ভাষা আন্দোলন ও উনসত্তরের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। অংশ নেন মহান স্বাধীনতা যুদ্ধে। দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কুদরত এ খুদাকে প্রধান করে যে শিক্ষা কমিশন গঠিন করেন তার অন্যতম সদস্য ছিলেন তিনি। শিক্ষা, সাহিত্য ও গবেষণাধর্মী কাজের জন্য অধ্যাপক ড. আনিসুজ্জামান পেয়েছেন বাংলাদেশের একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ভারত সরকার তাঁকে সে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ পদক দিয়েছেন। এছাড়াও দেশে এবং বিদেশে তিনি পেয়েছেন অনেক অনেক পুরস্কার, পদক ও সম্মাননা। ২০২০ সালের ১৪ মে, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। গভীর শ্রদ্ধায় প্রার্থনা করি তাঁর আত্মা যেন শান্তিতে থাকে।
মুজতবা সউদ