আজ বিশ্ব মা দিবস। মাকে ভালোবাসার জন্য বিশেষ দিনক্ষণের প্রয়োজন না থাকলেও সম্মান জানানোর জন্য বছরের এই দিন উদযাপন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে ভালোবাসার কথা ব্যক্ত করছেন তারকা সন্তানেরা। পাশাপাশি মায়ের সঙ্গে তোলা ছবি অনেকে প্রকাশ করছেন। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ছবি পোস্ট করে জয়া আহসান লিখেন, ‘শুভ মা দিবস।’ চিত্রনায়িকা শবনম বুবলী মায়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘আম্মু আমার অক্সিজেন ও পৃথিবী। মা দিবসে পৃথিবীর সব মায়েদের শুভেচ্ছা।’
এ সময়ের ব্যস্ত চিত্রনায়িকা পূজা চেরি। মায়ের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেন, ‘তুমি আমার বিস্ময়কর, অসাধারণ মা। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’
কয়েক মাস আগে মাকে হারিয়েছেন নাট্যকার ও অভিনেতা ফারুক আহমেদ। মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফারুক আহমেদ লিখেন, ‘মা দিবস আজ। এ বছরের ২৮ জানুয়ারি আমার মা চলে গেল। নিজের মা এবং পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা।’
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেন, ‘পৃথিবীর সকল মায়ের প্রতি রইল মা দিবসের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। তোমরা আছো বলেই আমাদের অস্তিত্ব আছে মা।’ মডেল-অভিনেতা ইমন মায়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।
রোমান রায়