ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আয়োজিত তরুণ উদ্যোক্তা মেলা- ২০২২। এরই ধারাবাহিকতায় ১৪ -১৬ এপ্রিল তিনদিন ব্যাপী গুলশান শুটিং ক্লাবে চলবে এ মেলা। প্রতিদিন এ মেলা চলবে সকাল ১১ঃ৩০ থেকে রাত ৯:৩০ মি:পর্যন্ত। মেলাটি মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত। বিভিন্ন ধরনের জিনিসপত্র ; গহনা; থ্রি-পিস; জেন্টস আইটেম সহ অন্যান্য সামগ্রিক আইটেমের দোকানের পসরা সাজবে এ মেলায়
মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আবৃত্তিকার শিমুল মোস্তফা; সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ; এস আই টুটুল; অভিনয়শিল্পী দিলারা জামান; শর্মিলী আহমেদ; আমান রেজা; কাজী আসিফ আহমেদ; লাক্স তারকা সারাকা ; ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা ; মুকিত জাকারিয়া ;সহ একঝাঁক অভিনয় শিল্পী এং কমল চৌধুরী ও ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর প্রেসিডেন্ট মুনা চৌধুরী। মুনা চৌধুরী জানান; এ মেলাটি তরুণ প্রজন্মের প্রতিভাবান নারী উদ্যােক্তাদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। আমাদের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ মহোদয়ের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি । এছাড়া সকলকে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
রিফাত রাহুল খান