আগামী ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪.৩০ মিনিটে রাজধানীর কাকরাইল রাজমনি ঈশাখা হোটেল মিলনায়তনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব এর উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের গুরুত্ব ” শীর্ষক আলোচনা ও ইফতার এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা মুভিসম্রাট আহসান উল্লাহ মনি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। সভাপতিত্ব করবেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ট্রাব এর উপদেষ্টামন্ডলী,কার্যনির্বাহী কমিটি এবং সদস্যবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সাইফুল ইসলাম