দেশের একশো লোকগান নিয়ে লাভলী দেব

দেশীয় লোকগানের গুণী ও প্রাজ্ঞ শিল্পী লাভলী দেব। নিজের অসীম কর্মস্পৃহা নিয়ে সুন্দরী – সুরেলা এই গায়িকা অহর্নিশ দেশের প্রান্তিক এলাকার লোকসঙ্গীত নিয়ে কাজ করে যাচ্ছেন। সিলেট অঞ্চলের এই জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলাদেশ, ভারত এবং ইংল্যান্ডের বিভিন্ন স্টেজ শোতে লালন শাহ, হাসন রাজা, শাহ আবদুল করিমের গান গেয়ে বিশেষ পরিচিতি পেয়েছেন। লোকগানের প্রতি নিখাঁদ ভালোবাসার কারণেই প্রান্তজনের লোকগান নিয়ে লাভলী দেব বড় একটি উদ্যোগ নিয়েছেন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে শুরুতেই লাভলী দেব বলেন, আমার স্বপ্ন ছিলো মুজিব শতবর্ষে বাংলাদেশের ১০০ লোকগান রেকর্ড করার। সেই পথে যাত্রাও শুরু করেছিলাম। কিন্তু করোনা মহামারীর কারণে নির্দিষ্ট সময়ে সেটি পূর্ণতা পায়নি। এর ওপর ছিলো স্পন্সর সমস্যা। তবে স্পন্সর না পেলেও নিজের মতো করে ২০ টার মতো গান রেকর্ড করেছি। তবে, আমার সেই স্বপ্ন এখন ভিন্নভাবে বাস্তবে রূপ নেওয়ার পথে। দেশের বিভিন্ন অঞ্চলের শতগান রেকর্ড করার স্বপ্নটি বাস্তবায়ন করতে এগিয়ে এসেছে ইউটিউব চ্যানেল ম্যাট। আমি শতগান রেকর্ডের ইচ্ছের কথা সংগীতপ্রেমী অনেকের সাথেই শেয়ার করেছিলাম। বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনেক অনেক সাধক, কবি, বাউলদের জন্ম। তাই তাদের গান যেনও সঠিক কথা, সঠিক উচ্চারণ ও সুরে উনাদের নিজ নামেই প্রচার করা যায় – সেটিই ছিলো মূল লক্ষ্য। এছাড়াও এসব গানের সঠিক গীতিকার ও সুরকার এবং প্রথম যিনি গেয়েছিলেন তার নাম থাকবে। তাহলে বিকৃতি ঘটবে না। আমার এই ইচ্ছে বাস্তবায়নে এগিয়ে আসে ‘চ্যানেল ম্যাট Channel MAT’। এই ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী আবু তৌহিদ ও সংগীত পরিচালক সুমন রেজা আন্তরিকতার সাথে সম্মত হন শত গান রেকর্ডে। ইউটিউবে প্রচার করার জন্য গানের গীতিকার – সুরকারসহ বিভিন্ন রকম অফিসিয়াল অনুমতি দরকার হয়। মানতে হয় প্রতিটি ক্ষেত্রে নিয়ম নীতি। চ্যানেল ম্যাট এসব ক্ষেত্রে বদ্ধপরিকর হওয়ায় কর্ম সম্পাদনের যাত্রা শুরু করতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি।
শিল্পী লাভলী দেব বলেন, মিডিয়াতে ক্যারিয়ার শুরুর ক্ষেত্রে নারীদেরকে অনেক কাঠখড় পোহাতে হয়। আমি যেহেতু নারী সে কারণেই শুরুতে নারী শিল্পীদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই। ম্যাট কর্তৃপক্ষ আমার সাথে একমত হওয়ায় স্বপ্ন বাস্তবায়নের পথ হয়েছে সহজতর। আনন্দের সাথে জানাচ্ছি যে, ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমার প্রিয় জন্মস্থান সিলেট থেকে এই গানযাত্রা শুরু করেছি। নবাগতদের কাছে আমার যে প্রত্যাশা ছিলো, তা তারা শুধু পুরণই করেনি, স্বপ্ন পুরণে অদম্য ইচ্ছে দেখিয়ে প্রমান করেছে সুযোগ পেলে তারাও জয় করতে পারবে মানুষের মন। মেয়েরা খুব ভালো গেয়েছে। আশাকরি ভিডিও চিত্রায়ণও ভালো হবে। কারন ম্যাট, কোয়ালিটির ব্যাপারে কখনও আপোষ করে না।
লাভলী দেব জানান, এই পর্যন্ত তিনি ২০ টি গান, ১৮ টি ধামাইল নাচ, ঝুমুর, সারি, মালজোড়া সিলেট সদর, হবিগঞ্জ ও সুনামগঞ্জ গিয়ে ধারন করে এনেছেন।
তুষার আদিত্য