আমাদের রাস্তায় আমাদের গাড়ি, থাকবে সবার বাড়ি বাড়ি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাজারে ‘প্রোটন এক্স-৫০’ মডেলের গাড়ি আনল পিএইচপি পরিবার। গত ১২ মার্চ শনিবার বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর নয়া বাজার এলাকায় পিএইচপি অটোমোবাইলের কারখানায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রোটন এক্স-৫০ এর গ্রান্ড লঞ্চ করা হয়। পিএইচপি পরিবার এর বিশেষ উপহার হিসেবে বাজারে এনেছে বিলাসবহুল এই গাড়িটি।
সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত পিএএচপি ফ্যামিলের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা হয়। ঐ দিন উনার ৭৯তম জন্মদিন ছিল। এতে বক্তব্য রাখেন পিএইচপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আকতার পারভেজ। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান তার সহধর্মিনী তাহমিনা রহমানের হাতে একটি চাবি হস্তান্তরের মাধ্যমে ‘প্রোটন এক্স-৫০’ গাড়ির শুভ উদ্বোধন করেন ।
সভাপতির বক্তব্যে পিএএচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর এ দেশ আজ সোনার বাংলা থেকে হিরার বাংলায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ এ দেশে উন্নয়নের বন্যা শুরু হয়ে গেছে। দ্রæতগতিতে এগিয়ে যাচ্ছে দেশ। আমরা দেশের গর্ব, গাড়ি তৈরি করেছি। আমাদের রাস্তায় আজ আমাদের তৈরি গাড়ি চলছে। সবার সহযোগিতায় আমাগীতে পিএইচপি পরিবার দেশের সেরা শিল্প প্রতিষ্ঠানে পরিণত হবে। এ জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।
স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আকতার পারভেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অটোমোবাইল খাতে বিভিন্ন নীতিমালা প্রণয়নের মাধ্যমে যুগাপযোগী পলিসি নিয়ে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। এনবিআর, শিল্পমন্ত্রীসহ সকল মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসইউভি ক্যাটাগরির এ গাড়িটি আদেশ দেওয়ার পর অটোপার্কিং করতে পারে। ভয়েস কমেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয় এসি চালু করা ০০০ ও জানালা খোলাসহ বহুবিধ কর্মকাণ্ড সম্পন্ন করতে পারে। বৈশিষ্ট্যের দিকে এটি এখন শীর্ষে। বিশ্বের আধুনিক সব সংযোজন এ গাড়িতে রয়েছে।
উল্লেখ্য, ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি, থাকবে সবার বাড়ি বাড়ি’ স্লোগান নিয়ে ২০১৭ সালে পিএইচপি অটোমোবাইলের অগ্রযাত্রা শুরু হয়। এরপর যুক্ত হতে থাকে নতুন নতুন গাড়ি। এবার যুক্ত হলো ‘প্রোটন এক্স-৫০’ অত্যাধুনিক টকিং গাড়ি। পরিশেষে আমন্ত্রিত অতিথিদের নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
আলী বশির নুর