ঈদে ববির ‘বৃদ্ধাশ্রম’

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘বৃদ্ধাশ্রম’। এটি পরিচালনা করেছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী এসডি রুবেল। এতে ববির বিপরীতে অভিনয়ও করছেন তিনি। ইতোমধ্যে সিনেমাটির হল বুকিং শুরু হয়েছে বলে জানান এসডি রুবেল। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে সিনেমাটি মুক্তি দিতে পারিনি। আসছে ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। এরই মধ্যে হল বুকিংও শুরু করেছি।’
সিনেমা প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘এ সিনেমাটিতে আমি চেষ্টা করেছি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিনোদনের মাধ্যমে সচেতনতামূলক মেসেজ দিতে। আশা করছি দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন।’
রুবেল-ববি ছাড়াও ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটিতে আরো অভিনয় করছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে। সিনেমাটিতে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এসডি রুবেল।
রোমান রায়