উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন

রাজধানীর অদূরে ১০০ ফিট মাদানী এভিনিউ তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর বার্ষিক বনভোজন ২০২২। সকাল থেকে খেলাধূলা ও দুপুরে খাবার এবং বিকেলে চা নাস্তা। সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশন করে দর্শক মাতিয়েছেন এস আই টুটুল, আরহাম চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা। সারাদিন ব্যাপী এক অন্যরকম উৎসবমুখর সময় অতিবাহিত করেছেন আমন্ত্রিত অতিথিগণ৷ বনভোজন এ উপস্থিত ছিলেন- কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর, শর্মিলী আহমেদ, দিলারা জামান, অভিনেতা মুকিত জাকারিয়া, নায়ক আমান রেজা, শিপন মিত্র, অভিনেত্রী রুনা খান, শবনম ফারিয়া, নাবিলা ইসলাম সহ আরও অনেকে৷ এ প্রসঙ্গে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট মুনা চৌধুরী জানান, ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আয়োজিত এ মিলনমেলায় আমন্ত্রিত অতিথিদের আগমনে ভীষণ ভালো লেগেছে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ মহোদয়ের প্রতি, তার অক্লান্ত পরিশ্রম ও অনুপ্রেরণায় প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি৷ পরিশেষে পুরস্কার বিতরণ ও রেফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
রিফাত রাহুল খাঁন