ছিলেন ড্রয়িং রুম মিডিয়ার জনপ্রিয় ও ব্যস্ত উপস্থাপিকা। এরপর টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনচিত্রে জনপ্রিয়তা পান। আর চলতি সময়ে তিনি চলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। হ্যাঁ, সুন্দরী উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী এলিনা শাম্মীর বৃহস্পতি এখন তুঙ্গে। অনেকগুলো ছবিতে বর্তমানে অভিনয় করছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণাধীন তিনটি ছবিতে একসঙ্গে অভিনয় করছেন এলিনা শাম্মী। সম্প্রতি তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের অনুপ্রেরণায় নির্মাণাধীন ‘রেডিও’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় শুরু করছেন। এই ছবিটি নির্মাণ করছেন অনন্য মামুন। এর আগে এলিনা শাম্মী উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ ছবিতে অভিনয় করেন তিনি। অন্যদিকে, চলছে মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবিতে অভিনয়। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মাণাধীন উল্লিখিত তিনটি ছবিতে যুক্ত হয়ে দারুন রেকর্ড করলেন সময়ের আলোচিত ও গুণী অভিনেত্রী এলিনা শাম্মী।
সম্প্রতি শুটিং করা রেডিও ছবি প্রসঙ্গে এলিনা শাম্মী বলেন, ছবিতে আমার চরিত্রের নাম ‘মুক্তাবানু’। আমার বিপরীতে আছেন লুৎফর রহমান জর্জ। ছবিতে আমার চরিত্রটির ভূমিকা গুরুত্বপূর্ণ। বেশ কষ্ট করে ঝুঁকি নিয়ে কাজ করছি। এরকম একটি ছবিতে যুক্ত হতে পেরে অভিনেত্রী হিসেবে আমার মধ্যে ভালো লাগাও কাজ করছে।
জানা গেছে, এই ছবিতে আরও অভিনয় করেছেন রিয়াজ, মম, প্রাণ রায় প্রমুখ। ২৫ ফেব্রুয়ারী থেকে ছবিটির শুটিং শুরু হয়। পদ্মানদীর পাড়ে মানিকগঞ্জের হরিরামপুরে শুটিং চলছে। শুটিংয়ের সাথে সাথে সম্পাদনার কাজ এগিয়ে চলছে। ৭ মার্চ ছবিটির প্রিমিয়ার হবে।
এর আগে এলিনা শাম্মী অভিনয় শেষ করেন সরকারি অনুদানে নির্মাণাধীন ‘টুঙ্গিপাড়ার দু:সাহসী খোকা’ ছবির শুটিং। গাজীপুরের হোতাপাড়ায় ছবিটির শুটিং হয়। চলতি মাসে পরবর্তী লটের শুটিং হবে বলে জানা গেছে। এই ছবিতে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের নানা ঘটনা তুলে ধরা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে ৪ মার্চ মুক্তি পাচ্ছে এলিনা শাম্মী অভিনীত ও ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ ছবিটি। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন পরীমণি, মোশাররফ করিম, ইরেশ যাকের, রোশান। এই নিজের অভিনীত চরিত্র সম্পর্কে এলিনা শাম্মী বলেন, এতে আমি একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছি। অত্যন্ত গ্ল্যামারাস রূপে দেখা যাবে আমার চরিত্রটি।
উল্লিখিত ছবিগুলো ছাড়াও এই আলোচিত অভিনেত্রী সাম্প্রতিক সময়ে অভিনয় করছেন অপূর্ব রানার ‘জলরঙ’ ও জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’ ছবিতে। এর আগে শেষ করেছেন শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর শুটিং। এলিনা শাম্মী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রকিবুল আলম রকিবের ‘ভাইয়ারে’ ও এম সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’ ছবি দুটি।
উল্লেখ্য, গেলো বছর রায়হান রাফি পরিচালিত ‘জানোয়ার’ ওয়েব ফিল্মে অসাধারণ অভিনয় প্রতিভার মাধ্যমে আলোচনায় আসেন এলিনা শাম্মী। নাটকে নিয়মিত অভিনয় করলেও বর্তমানে চলচ্চিত্রে অভিনয়ের ব্যস্ততার কারণে নাটকে ইদানিং অভিনয় কমিয়ে দিয়েছেন বলে জানান তিনি। আর উপস্থাপনার ক্ষেত্রে এখন শুধু বিশেষ দিবসের অনুষ্ঠানগুলোই উপস্থাপনা করেন একসময়ের ব্যস্ত উপস্থাপিকা এলিনা শাম্মী।
তুষার আদিত্য