সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর মৃত্যুতে ঢাকার বিনোদন সাংবাদিকদের শ্রদ্ধা

কিছু মানুষের মৃত্যু জাত-ধর্ম, নবীন-প্রবীণদেরও ছুঁয়ে যায়। নানাভাবেই চেষ্টা করা হয় সেই মৃত্যুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর। তেমন এক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন এশিয়া নাইটিঙ্গেল সুরের দেবী লতা মঙ্গেশকার। ভারতীয় এই গায়িকার তিরোধানের আঁচ কেবল দেশটিতে সীমাবদ্ধ নেই, সীমানা পেরিয়ে বাংলাদেশেও সমানভাবে শোকস্তব্ধ জাতি। আট থেকে আশি সকলের মুখে কেবল একটি নাম লতা মঙ্গেশকার। গণমাধ্যমের কলমে সেই সকল তথ্য-উপাত্য উঠে আসছে। তবে এসব দর্শক-শ্রোতাদের জন্য তুলে ধরার পাশাপাশি বিনোদনের এ জায়গাটিতে বিচরণ করা সাংবাদিকরাও প্রকাশ করেছেন তাদের হৃদয়নিংড়ানো ভালোবাসা। সোমবার রাতে সদ্য প্রয়াত সুরের দেবীর স্মরণে এমন এক উদ্যোগে সামিল হয়েছিলেন ঢাকাই বিনোদন জগতের অধিকাংশ সাংবাদিকরা। তারা এফডিসিস্থ পরিচালক সমিতি (স্টাডি রুম) এর প্রাঙ্গণে লতার ছবির সামনে মোমবাতি প্রজ্জ্বোলন করেন। তাদের এমন উদ্যোগকে ইতিবাচক আখ্যা দিয়ে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, এটা খুবই ইতিবাচক উদ্যোগ। সাংবাদিক ভাইদের এমন উদ্যোগে আমার পূর্ণ সমর্থন আছে। কারণ একজন লতা কোনো দেশ বা জাতি নন, তিনি পৃথিবীর মানবজাতির সম্পদ। তাকে সম্মান জানাতে পেরে আমরাও ধন্য।’
সিনিয়র বিনোদন সাংবাদিক ইমরুল শাহেদ তার প্রতিক্রিয়ায় বলেন, এই প্রজন্মের সাংবাদিকরা যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অনবদ্য। কিংবদন্তীর প্রতি এই শ্রদ্ধা এই সেক্টরের অপরাপরদের মাঝেও দৃষ্টান্ত হয়ে থাকবে। সিনিয়র বিনোদন সাংবাদিক দুলাল খান বলেন, আমাদের জুনিয়র ভাইয়েরা সারপ্রাইজ দিয়ে ফেলল, এটা আমাদের করা উচিৎ ছিলো, কিন্তু তার আগেই তারা আমাদের সারপ্রাইজ দিয়ে ফেলল। শুধু তাই নয় একইসঙ্গে আমাদের মতো সিনিয়রদের ডেকে আয়োজনকে সার্বজনিন করে তুলেছে। এই প্রজন্মের বিনোদন সাংবাদিকদের কাছে তাই প্রত্যাশাও বেড়ে গেলো।
আহমেদ তেপান্তর