টেলিভিশনের ব্রেকিং নিউজ এর স্ক্রল দেখে, হৃদয়টা যেন ভেঙে পড়লো, লোক চক্ষুর সামনে থেকে চিরকালের মতো বিদায় নিলেন লতা মুংগেশকার। এর আগে সকাল থেকেই দেখছিলাম তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। গত ১১ জানুয়ারি কোভিড আক্রান্ত লতা মুংগেশকারকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ৩০ জানুয়ারি তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও বার্ধক্যজনিত অন্যান্য সমস্যায় তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। ক্রমাগত অবস্থা অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। ভারত সরকার ২০১৯ সালে তাঁকে “ডটার ব দ্য নেশন” খেতাবে ভূষিত করেছেন। পেয়েছেন ভারতরত্ন ২০০১, পদ্মবিভূষণ ১৯৯৯, দাদাসাহেব ফালকে ১৯৮৯, মহারাষ্ট্রভূষণ ১৯৯৭, এনটিআর জাতীয় পুরস্কার ১৯৯৯, পদ্মভূষণ ১৯৬৯, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার সহ অনেক অনেক পদক, পুরস্কার ও সম্মাননা। গেয়েছেন ভারতের ৩৬ টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষার গান। এক হাজারেরও বেশি চলচ্চিত্র তাঁর কন্ঠের গানে হয়েছে সমৃদ্ধ। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উপমহাদেশের কিংবদন্তি লতা মঙ্গেশকার আর ৯২ বৎসর বয়সে আজ তিনি মৃত্যুবরণ করেন। তাঁর কন্ঠের গান চিরকাল অমলিন থাকবে বাংলা সহ উপমহাদেশের সকল ভাষার মানুষের হৃদয়ে। প্রার্থনা করি উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মুংগেশকারের আত্মা যেন শান্তিতে থাকে।
মুজতবা সউদ