এফডিসি মানেই নাচ-গান,অভিনয় আর হৈ হুল্লোর নয় এখানে রীতিমত আরম্বরপূর্ণ পরিবেশে ইবাদতও করা হয়। সে কারণে বহু আগে মসজিদ স্থাপন হয়। তবে কালের বিবর্তনে সেটি নামাজ আদায়ে অযোগ্য হলে পুনঃনির্মাণের দরকার হয়। এঘাট ওঘাট করে অবশেষ থার্মেক্স গ্রুপের এমডি নরসিংদীর দানবীর আবদুল কাদির মোল্লার অর্থ সহায়তায় পুনঃনির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। উদ্বোধন ২০ জানুয়ারি। উদ্বোধন করবেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে উদ্বোধন উপলক্ষে শেষমুহুর্তের দৌড়ঝাঁপ। শুরু থেকেই কাজটির সঙ্গে জড়িয়ে ছিলেন প্রধান সমন্বয়কারী অভিনেতা সনি রহমান। গেট ডেকোরেশন, সাউন্ড এবং স্টেজ নির্মাণ নিয়ে রবিবার রাতে সনির ব্যস্ততা দেখা গেলো। স্বল্প সময়ের অবসরে সনি বলেন, কাজটি উদ্বোধন হয়ে গেলে আমি যদি অবসর পাই। একটু আগে (রবিবার রাতে) ঝাড়বাতি লাগানো হলো। এসির কাজও শেষ। মিনারে লাইট লাগানো এবং গার্ডেন লাইটিং চলছে। এছাড়াও এফডিসি কর্তৃপক্ষ প্রাঙ্গনের আগের লাইটিং চালু করবেন। পাশাপাশি তারা ছাতাগুলো রং করে দিলে আলহামদুলিল্লাহ সব শেষ হয়।
২০ জানুয়ারি এফডিসি মসজিদের উদ্বোধন। সে লক্ষে পুরোদমে চলছে স্টেজ নির্মাণের কাজ। ২০ জানুয়ারি এফডিসি মসজিদের উদ্বোধন। সে লক্ষে পুরোদমে চলছে স্টেজ নির্মাণের কাজ। মসজিদ নির্মাণে ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, এখনো পূর্ণাঙ্গ হিসেব হয়নি, তবে পৌনে তিন কোটি টাকার মতো খরচ হয়েছে। সৌন্দর্য বর্ধণে তিনটি ঝাড়বাতি দান করেছেন চিত্রনায়িকা নিপুন, কার্পেট দিয়ে সহযোগিতা করেছেন খাসজমিন ছবির প্রযোজক সুজন। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন করতে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ছাড়াও আরো কয়েকজন সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, প্রযোজক নেতা, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এবং শিল্পী সমাজের প্রতিনিধি হিসেবে বরেণ্য অভিনেতা আলমগীর উপস্থিত থাকবেন।
সফি উদ্দিন