ইমাম হোসেন শামীম এর রচনায় আনিসুর রহমান রাজীবের পরিচালনায় একক নাটক গোলমাল এর মাধ্যমে অভিনয়ে ফিরলেন সংবাদ পাঠিকা, উচ্চতর গবেষক ও অভিনেত্রী রেহনুমা মোস্তফা। নাটকটিতে অভিনেতা নিলয় আলমগীর এর বিপরীতে তিনি অভিনয় করেছেন। অভিনয়ে পুরোপুরি নিয়মিত হবেন বলে জানালেন রেহনুমা। আশিক আমানের চিত্রগ্রহণে নাটকটিতে এ ছাড়াও অভিনয় করেছেন খালিদ হাসান, শাকিলা, সিয়াম নাসির এবং অন্যান্যরা। সংখ্যায় বেশি নয়, মানসম্মত কাজ করতে চান অভিনেত্রী রেহনুমা। সামনে তার আরও বেশ কিছু কাজ অপেক্ষা করছে বলে জানালেন তিনি। নাটকটি হীরের চালানের একটি হাস্যকর কাহিনীর উপর নির্মিত হয়েছে। দর্শকদের কাছে নাটকটি গ্রহণযোগ্যতা পাবে বলে আশাবাদী রেহনুমা ও নিলয়।
রোমান রায়