১০ জানুয়ারি, ১৯৭২ সাল। জাতি উন্মুখ হয়ে ছিলো জাতির পিতা ফিরছেন বলে। এর আগে এ দেশের মানুষ রোজা রেখেছে, বিশেষ সালাত করেছে, সনাতন ধর্মের মানুষ পুজো দিয়েছে, গীর্জা আর প্যাগোডা’য় প্রার্থণা করেছে তাঁর মুক্তির জন্য। ৯ জানুয়ারি থেকে মানুষ আসতে শুরু করে ঢাকার পথে। ব্রীজ নেই, বিধ্বস্ত সড়ক যোগাযোগ, সব উপেক্ষা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে থাকে। ঢাকা হয়ে যায় জনসমুদ্র। ১০ জানুয়ারি সেই জনসমুদ্রের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এলেন। এলেন তাঁর ভালোবাসার মানুষের মাঝে। সদ্য শত্রুমুক্ত তাঁর স্বাধীন করা দেশে। যারা আসতে পারেননি তারাও সারাদিন কানের কাছে রেডিও ধরে দেব দুলাল বন্দ্যোপাধ্যায়’র কন্ঠে শুনছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর দেশে ফিরে আসার প্রতিটি পদক্ষেপ। তীব্র শিতেও এ দেশের মানুষ সেদিন ছিলো উষ্ণ। আমাদের জাতির জীবনে আজ একটা আনন্দময় দিন, খুশীর দিন ১০ জানুয়ারি। গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জাতির জনক’র প্রতি।
মুজতবা সউদ