ঢাকাই ছবির ব্যস্ত নায়ক নিরবের সঙ্গে এবার জুটি হলেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। এর মাধ্যমে ঢাকার ছবির কোনো নায়কের বিপরীতে প্রথমবার কাজ করলেন কলকাতার জনপ্রিয় এই নায়িকা। তবে সিনেমার জন্য জুটি হোননি তারা। হয়েছেন একটি মিউজিক ভিডিওর জন্য। তবে মিউজিক ভিডিও হলেও গানটিতে দূর্দান্ত সিনেমাটিক ফিল পাবেন বলে জানালেন নিরব। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। নিরব জানান, কাজটির করার প্রথম কারণ তাপস ভাই। উনি যখন গানটি শোনালেন প্রথমে মনে হয়েছে আউটস্ট্যান্ডিং কাজ। দ্বিতীয়ত মিমি চক্রবর্তী থাকছেন। ‘তুই আর আমি চল করি পাগলামি’ এমন কথার গানটি গানটি গেয়েছেন আরিফিন রুমি। এর কথা লিখেছেন কৌশিক হোসেন তাপস। সুর ও সংগীতায়োজন তারই।রোমান্টিকভাবে সাজানো এ গানের কস্টিউম ও স্টাইলিশ ডিজাইন করেন ফারজানা মুন্নী।
মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেন, মিমি ক্যামেরার পিছনে এক, অথচ ক্যামেরার সামনে পুরোপুরি পেশাদার একজন শিল্পী। তার সাথে যখন অনস্ক্রিনে শুটিং করছিলাম মনে হচ্ছিল যেন তাকে টিভি দেখছি। কাজটি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের আয়োজনে কোনো কমতি ছিল না। মিউজিক ভিডিওটি শিগিগরই টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল প্রকাশ করা হবে।
রোমান রায়