শাবনুরকে শুভেচ্ছা

শাবনুর। অসম্ভব ধীশক্তি সম্পন্ন মেধাবী এক অভিনয় শিল্পী। আমি অকপটেই বলতে পারি, তাঁর অভিনয় দক্ষতা কতদুর শক্তিশালী, তা বুঝে ওঠার সুযোগ আমাদের এই ছোট্ট চলচ্চিত্র শিল্পের হয়নি। তাঁর সময়ের অন্যান্য নবাগতার মতো পৃষ্ঠপোষকতা তিনি পান নি। এগিয়েছেন একাই। ছুঁয়েছেন জনপ্রিয়তার শীর্ষ বিন্দু। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার সহ নানান পদক, সম্মাননা ও পুরস্কার। পেশাগত কারনেই তাঁর সঙ্গে আমার জানাশোনা ছিল। কিন্তু, তাঁর অসম্ভব অভিনয় দক্ষতার পরিচয় যখন পেলাম, বয়সে ছোট এই শিল্পীর প্রতি আলাদা এক সম্মান ও স্নেহের সুসম্পর্ক তৈরি হয়ে গেল। ঠিক বড়ো ভাই এর মতো শ্রদ্ধা করেন। আমার কাছে তিনি মেধাবী এক আদরের ছোট বোন। ১৭ ডিসেম্বর ছিল তার জন্মদিন। শুভেচ্ছা তোমাকে শাবনুর। ভালো থেকো সারা জীবন।
মুজতবা সউদ