সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নাতনি। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী শেখ হাসিনা এঁর মেয়ে। প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ। অটিস্টিক শিশু এবং তাদের অধিকার বিষয়ে কাজ করে চলেছেন বিশ্বব্যাপী। তিনি ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য। লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী। সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্বে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০৪ সালে স্কুল মনস্তত্বে, তাঁর গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৪ সালে তাঁকে “হু অ্যাক্সিলেন্স” পুরস্কারে ভূষিত করে। বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন তিনি। আজ ৯ ডিসেম্বর তাঁর জন্মদিনের শুভেচ্ছা এই মানবতাবাদী কন্যাকে।
মুজতবা সউদ