নতুন করে আলোচনায় আসার জোর চেষ্টা করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ ‘ঢাকা অ্যাটাক’ এর পর তার কোন হিট ছবি নেই। শোনা যাচ্ছে, এই কারণেই নাকি সাবেক এই শীর্ষ নায়িকা তার চলমান ফিল্ম ক্যারিয়ারকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। চলচ্চিত্র পাড়ায় তাকে নিয়ে মৃদু ফিসফিসানি, মাহি তার অভিনীত ছবির আইটেম গানের প্রতি বিশেষ মনোযোগী হয়েছেন। সাম্প্রতিক সময়ে নিজের অভিনীত ছবিগুলোর আইটেম গানে মাহি শরীরী কসরত দিয়ে উত্তাপ ছড়ানোর কাজে নজর দিয়েছেন। ‘অবতার’ নামের একটি ছবির আইটেম গানে পোশাক ও অঙ্গভঙ্গিতে উষ্ণতা ছড়িয়েছেন শুটিংয়ের সময়।
এফডিসির চার নম্বর ফ্লোরে সম্প্রতি এই আইটেম গানটির শুটিং হয়েছে বলে জানা গেছে। ওই গানের শুটিংয়ে যারা উপস্থিত ছিলেন, তাদের অধিকাংশেরই মন্তব্যÑ অতীতে কোন ছবিতে মাহিকে কোন গানে এতটা শরীরী উত্তাপ ছড়াতে দেখা যায়নি। ক্যারিয়ার শুরুর পর পরই তিনি অগ্নি, অগ্নি ২, দবির সাহেবের সংসার, মনে রেখো সহ অনেক ছবিতেই আইটেম গানে পারফর্ম করেছেন। তার ‘ম্যাজিক মামনি’ গানটি এখনও জনপ্রিয়। কিন্তু উল্লিখিত কোন ছবিতেই পোশাক কিম্বা শারীরিক আকর্ষণ দিয়ে উত্তাপ ছড়াতে দেখা যায়নি তাকে।
আইটেম গানে মাহির উত্তাপ নতুন পরিচালক মাহমুদ হাসান শিকদার পরিচালিত অবতার ছবিতে মাহির করা আইটেম গানের শিরোনাম হলো ‘রঙিলা বেবি’। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান বিলাল। গানে কণ্ঠ দিয়েছেন ঐশী। এই ছবিতে মাহি অভিনয় করেছেন নতুন নায়ক জে এইচ রুশোর নায়িকার চরিত্রে।
অর্ণব আদিত্য