আলী যাকের। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব। স্বাধীনতা পরবর্তী সময়ে এ দেশে মঞ্চ নাটকের আধুনিকায়নে যাদের ভুমিকা অগ্রগন্য, তাঁদের একজন। নাট্য সংগঠক, অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘অভিনয়টাকে আমরা উপাসনার মতো নিই’। শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক সহ পেয়েছেন অনেক অনেক পুরস্কার ও সম্মাননা। নাট্যব্যক্তিত্ব আলী যাকের ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। গতবছর, ২০২০ সালের ২৭ নভেম্বর করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন আলী যাকের। তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
মুজতবা সউদ