প্রধানমন্ত্রী বললেন ‘যা করবা, আত্মবিশ্বাস নিয়ে করবা

দীর্ঘ বিরতির পর ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শেষ কিস্তির কাজ শুরু হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে সারাদেশের তারকা, কলাকুশলীদের ভেতরেই আলাদা কৌতুহল রয়েছে। এরই ভেতরে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত এই সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং করতে গতকাল পুরো টিমসহ নির্মাতা শ্যাম বেনেগাল ঢাকায় পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করে সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রোডিউসার মোহাম্মাদ হোসেন জেমি বলেন, ‘আজ বঙ্গবন্ধু সিনেমার নির্মাতা তার টিম নিয়ে ঢাকায় এসেছেন। আগামী ২০ তারিখ থেকে গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হবে।’
উল্লেখ্য, এর আগে মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটি, গুরগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়। এছাড়া কিছুদিন আগে ভারত থেকে সিনেমাটির একটি টিম বাংলাদেশে আসে। সেসময় তারা এখানকার শুটিংস্পট এবং শুটিংয়ের পরিবেশ পর্যবেক্ষণ করেন। তাদের মূল্যায়নের পর এবারই প্রথম বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।
এদিকে সিনেমাটির শুটিং শুরুর দিন থেকেই অংশ নিচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটিতে তাকে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। নিজের অভিনয় নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ অংশের শুটিং শুরুর দিন থেকেই আমি অংশ নিচ্ছি। এর আগে আমাকে এই বিষয়ে অবগত করা হয়েছিল। এমনও বলা আছে, আমাকে আগামী ডিসেম্বর মাস অবধি কাজ করতে হতে পারে।’
শুভ বলেন,‘ডিসেম্বরে মিশন এক্সট্রিম ছবিটি রিলিজ পাচ্ছে। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের এই কাজটির জন্য ঐ ছবিটির সকল ক্যাম্পেইনেও আমার থাকা সম্ভব হচ্ছে না। আশা করছি আমাদের পুরো টিম এর ডেডিকেশনই এই মহান ঐতিহাসিক ছবিটি সারাবিশ্বের কাছে বাংলা চলচ্চিত্রের মান এক অন্য জায়গায় নিয়ে যা।ে’
এদিকে জানা গেছে, আরিফিন শুভ প্রথম দিন থেকে শুটিংয়ে অংশ নিলেও শেখ হাসিনা চরিত্রে রূপদানকারী চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বেগম খালেদা জিয়া চরিত্রের অভিনয় করা এলিনা শাম্মিসহ অন্যান্য তারকারা ডিসেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন।
এলিনা শাম্মি বলেন, ‘কতদিন শুটিং হবে এটা নিয়ে আসলে আমি তেমন কিছু জানি না। এটাই শেষ লট কি-না তা-ও জানি না। তবে আমি ৬ ডিসেম্বর থেকে শুটিংয়ে অংশ নিচ্ছি।’
অন্যদিকে করোনার সময়কালীন ভারতে শুটিং করেন নুসরাত ফারিয়া। দেশের লোকেশনে তার অংশের কাজগুলো করবেন ডিসেম্বরে। নুসরাত ফারিয়া বলেন,‘ শিডিউল অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে আমার সেটে থাকার কথা। সেভাবেই আমি প্রস্তুতি নিচ্ছি।’
উল্লেখ্য, ছবিটির শুটিং শুরুর সময়ে গুরুত্বপূর্ণ চরিত্রে রুপদানকারীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাত্ করেন। সেই অভিজ্ঞতার কথা জানতে চাইলে শেখ হাসিনা চরিত্রে রুপদানকারী নুসরাত ফারিয়া বলেন‘,আমার জীবনের সেরা কিছু মুহূর্ত ছিল সেটি। আর এই ছবিটি নিয়ে কোথাও কথা বলতে গেলেও আমার নার্ভাস লাগে। ভয়ও লাগে যে কী বলতে কী বলে ফেলি! হয়ত জীবনে কোনো পূণ্য করেছিলাম বলেই এমন অসাধারণ একটি কাজের সুযোগটা পেয়েছি।’
প্রধানমন্ত্রীর সাথে ছবি নিয়ে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে ফারিয়া বলেন,‘আমি যখন প্রথম তাঁকে দেখি, এত বড় মাপের একজন ব্যক্তিত্ব অথচ তার সাবলীলতা দেখে মনে হয়েছিল আমার খুব আপন, খুব চেনা কেউ। একটু পরামর্শ চাইলাম তার কাছে। সবার সামনে তিনি চিরচেনা হাসি দিয়ে বললেন, আমার কিছু বলার নাই। শুধু যা করবা আত্মবিশ্বাস নিয়ে করবা। সুন্দর করে কাজটা শেষ করো। অপেক্ষায় থাকব আমি।’
রোমান রায়