শিমুল মুস্তাফা’র একক আবৃত্তি সন্ধ্যা শিল্পকলায় অনুষ্ঠিত

‘যন্ত্রনার মেঘ বৃষ্টি ঝড়’ শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যা গত ৪ নভেম্বর শিল্পকলার জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক ও সমাজসেবায় নিবেদিত সীমা হামিদ। আরও উপস্হিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইয়ুথ বাংলার সহ সভাপতি ড: মশিউর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইয়ুথ বাংলার উপদেষ্টা শম্পা রেজা, সঙ্গীত পরিচালক ও উপদেষ্টা রিপন খান, বিনোদন বিচিত্রা সম্পাদক ও ইয়ুথ বাংলার উপদেষ্টা দেওয়ান হাবিব, ইয়ুথ বাংলার প্রতিষ্ঠাতা মোজাহের উদ্দিন চৌধুরী, সভাপতি মুনা চৌধুরী , সাধারন সম্পাদক আমান রেজা, বিশিষ্ট অভিনেতা ও পরিচালক সালাউদ্দিন লাভলু, ইয়ুথ বাংলার কর্মকর্তাসহ অনেক গুনী শিল্পী ও কলাকোশলী। উল্লেখ্য অনুষ্ঠানে দর্শক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং হল কানায় কানায় পূর্ন ছিল। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে ইয়ুথ বাংলার প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ বলেন ‘আমরা কবিতা কেন পড়ি’ এর নানা নন্দনতাত্ত্বিক কারন থাকতে পারে। কিন্তু আমার কাছে কবিতার গুরুত্ব অন্যরকম, কারন কাব্য এবং কাব্যচর্চা আমাদের মননে ভালোবাসা, রাজনীতি সচেতনতা, আন্ত:ধর্মীয় সম্প্রতি , অসাম্প্রদায়িক চেতনাসহ , প্রকৃতি ও জনমূলসংলগ্নতার নতুন মাত্রা ও ধারা বয়ে আনে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, সেই ধারা তোমাদের মধ্যে সদা প্রবাহমান থাকুক। তোমাদের সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকুক। মোট কথা , যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু প্রগতিশীল তার সংগে তরুনদের থাকতে হবে। সমাজের দুর্জন জংগি, মৌলবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে তারুন্যের শক্তিতে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। এরপর সীমা হামিদ অনুষ্ঠান শুরুর ঘোষণা করেন এবং শিমুল মুস্তাফা’র আবৃত্তি অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত দর্শক শ্রোতা করতালি দিয়ে শিমুল মুস্তাফা কে স্বাগত জানান। মনোমুগ্ধকর এই আবৃত্তি অনুষ্ঠান রাত ১০টায় শেষ হয়।
আলমগীর কবির