আকাশচুম্বী জনপ্রিয়তায় সিক্ত শাহরুখ খানের জন্মদিনের শুভেচ্ছা

শাহরুখ খান। গণমাধ্যমে “বলিউড বাদশাহ”, “কিং খান”, এমন নানান উপাধিতে ভূষিত এই তারকা বেশ কিছুদিন থেকেই বিব্রত এবং বিমর্ষ রয়েছেন তার ছেলেকে নিয়ে। এটি ভারতের আইন শৃঙ্খলা বিষয়ক বিধায় এ নিয়ে কোন মন্তব্যে জড়ানো আমাদের উচিৎ নয়। শাহরুখ খান সম্পর্কে এই উপমহাদেশে বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না। পেয়েছেন “পদ্মশ্রী” পদক, চৌদ্দবার ফিল্ম ফেয়ার পুরস্কার, ফ্রান্স সরকার তাকে ‘অর্দ্র দে আর্ত এ দে লেত্র’ এবং ‘লেজিওঁ দনর’ সম্মাননায় ভূষিত করেছেন। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। ভারতীয় চলচ্চিত্র তারকাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ধনী এই তারকা জড়িয়ে আছেন নানান জনসেবা মূলক কাজে। আকাশচুম্বী জনপ্রিয়তায় সিক্ত শাহরুখ খান জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালের ২ নভেম্বর। শুভেচ্ছা এবং ভালোবাসা এই তারকার প্রতি।
মুজতবা সউদ