সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চলচ্চিত্রের সংগঠনগুলোর মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নেন চিত্রনায়ক রুবেল, ওমর সানি, আলেকজান্ডার বো, জায়েদ খান, চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, শাহীন সুমনসহ অনেকে। মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থানের দেশ বাংলাদেশ। যেকোনো প্রকার মৌলবাদের বিরুদ্ধে আমাদের সুদৃঢ় অবস্থানে রয়েছি। কতিপয় স্বার্থান্বেষী ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার ষড়যন্ত্রে লিপ্ত, আমরা তাদের ধিক্কার জানাই। যারা মন্দির, পূজা মণ্ডপে হামলা করে সম্প্রীতির বন্ধন ছিন্ন করবার প্রয়াসে আমাদের রক্তাক্ত করেছে, আমরা তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি।
রোমান রায়