‘নৌকার মাঝি এবার সাইমন সাদিকের বাবা’

চিত্রনায়ক সাইমন সাদিক রাজনৈতিক পরিবারের সন্তান। কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তার বাবা সাদেকুর রহমান। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাদেকুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।
সবার কাছে দোয়া চেয়ে সাইমন সাদিক বলেন, ‘আব্বু এবার নৌকার মাঝি। কৃতজ্ঞতা জানাচ্ছি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি। সকলের কাছে দোয়া চাই।’
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ মহিনন্দ। এলাকার পুরোনো রাজনীতিক সাইমনের দাদা মো. সিদ্দিকুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বন্ধু তিনি। সেই সুবাদে রাজনৈতিক পরিবার হিসেবে এলাকায় পরিচিত সাইমনের পরিবার। দাদা ও বাবার মতাদর্শ লালন করে সাইমনও জড়িয়ে আছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে দলটির হয়ে অংশ নেন তিনি।
রোমান রায়