আচানক আরও একটি মৃত্যু সংবাদ প্রায় মুষড়ে ফেলছে আমাদের। বিশিষ্ট রন্ধন শিল্পী, রন্ধন বিষয়ক সাংবাদিক ও লেখিকা কানিজ ফাতেমা রিপা গতকাল বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। রিপা এবং তার স্বামী রাজু দুজনেই রন্ধন শিল্পী। পুরানো ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলোকে নিয়ে এসেছে নতুন আংগিকে, নতুন পরিবেশনায়। পাশাপাশি লিখছে এই রন্ধন কৌশল। দৈনিক, সাপ্তাহিক কিংবা পাক্ষিক পত্রিকায় নিয়মিত লিখছে। অনুষ্ঠান করছে চ্যানেলে। ‘এসি আই পিওর আনন্দআলো জাতীয় ভর্তা প্রতিযোগিতায়’ বিচারকের দায়িত্ব পালন করেছে রিপা। প্রায় কুড়ি বছর ধরে রান্না বিষয়ক সাংবাদিকতা করার ফলে, তার একটা সুসম্পর্ক তৈরি হয়েছিলো সাংবাদিক বলয়ে। ব্যক্তিগত ভাবে সে আমাকে ভাই বলে ডাকতো। তার স্বামী রাজু’র সঙ্গে আমাদের বন্ধু সাংবাদিক প্রয়াত মোহাম্মদ আওলাদ হোসেন’র ভাই ভাই সম্পর্ক ছিলো। সেই সুত্রে বন্ধু মহলে রাজু এবং রিপা ছিলো সবার প্রিয় এবং আদরের ছোট ভাই বোনের মতো। কিছুদিন আগে, স্বামী মাইনুদ্দিন আহমেদ রাজু’র সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে, সড়ক দূর্ঘটনয় মারাত্মক ভাবে আহত হয়েছিলো কানিজ ফাতেমা রিপা। কক্সবাজারে দূর্ঘটনা ঘটার পর সেখানকার চিকিৎসকরা রিপাকে দ্রুত এম্বুলেন্সযোগে ঢাকা পাঠিয়ে দিয়েছিলেন। ঢাকায় জরুরী অস্ত্রোপচার শেষে দিন কয়েক আগে, রাজু জানিয়েছিলো, “অপারেশন ভালো হয়েছে, দোয়া করবেন।” দোয়া তো করছিই, করেও যাবো। বাদ এশা কানিজ ফাতেমা রিপা’র নামাজে জানাজা হাবার পর, তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। মহান আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করেন এবং তাকে বেহেশত নসীব করেন।
মুজতবা সউদ