গলুই চলচ্চিত্রের গল্পে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাকে কেন্দ্র করে সৃষ্টি গল্পের আবহ। প্রায় দুই বছর পর এই চলচ্চিত্রটিতে অভিনয় করছেন স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম। অক্টোবর মাস থেকে জামালপুর জেলার মাদারগঞ্জের চর অঞ্চলে শুরু হয়েছে দৃশ্য ধারণ। প্রায় দেড়মাস চলছে শুটিং। দুই ধাপে এই চরিত্রের দৃশ্য ধারণের শুটিংয়ে অংশ নিয়েছেন আজিজুল হাকিম। সহশিল্পী ঢাকার সিনেমার সুপারস্টার শাকিব খান এর সাথে চমৎকার রসায়ন তৈরী হয়েছে। চলচ্চিত্র ও টিভি মিডিয়ার দুই খ্যাতিমান ও জনপ্রিয় নায়কের এই প্রথম একসঙ্গে চলচ্চিত্রে অভিনয়। সম্পর্কে দুজন এই ছবিতে চাচা ভাতিজা। আজিজুল হাকিম শাকিব খানের চাচা। দুজনের মাঝে চমৎকার আবেগঘন সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। এ ছাড়াও রয়েছেন অভিনেত্রী সুচরিতা। নায়িকা চরিত্রে আছেন পূজা চেরী। এখন চলছে অন্যন্যদের কাজ। এ মাসের শেষে আজিজুল হাকিম শেষ ধাপের শুটিংয়ে আজিজুল হাকিম আবারও যাবেন টাঙ্গাইলের ধনবাড়ি মহেরা জমিদার বাড়িতে। পরবর্তীতে ডাবিং ও সম্পাদনার ও ব্যাক গ্রাউন্ড মিউজিক সহ টেকনিক্যাল পোষ্ট প্রোডাকশনের কাজ হবে। টিওটি ফিল্মস ব্যানারে প্রযোজনায় রয়েছেন চলচ্চিত্রের স্বনামধন্য প্রযোজক খসরু আলম খসরু। এস এ হক অলিকের চিত্রনাট্য ও পরিচালনায় গলুই এর কাজ প্রয়োজন অনুযায়ী বড় রকমের আয়োজন রেখে নির্মিত হচ্ছে । কোথাও কোন কম্প্রোমাইজ করা হচ্ছে না। গল্পটি চমৎকার।
রোমান রায়
