হেমন্ত মুখোপাধ্যায় এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা

“আমি দূর হতে তোমারেই দেখেছি……”। হ্যাঁ। আমি দূর থেকেই তাঁকে দেখেছিলাম। “আর মুগ্ধ নয়নে” তাকিয়ে ছিলাম। তখন সাংবাদিকতায় আমি তরুণ। তিনি এসেছেন রাস্ট্রীয় অনুষ্ঠানে। দূর থেকে দেখা ছাড়া, তাঁর ধারে কাছে যাবার সু্যোগ আমার ছিলো না। আমার অগ্রজ সাংবাদিকেরা তাঁর কাছাকাছি ছিলেন। তবে, তাঁর কণ্ঠ আমার একেবারেই কাছে, আমার সঙ্গে। তিনি কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত কুমার মুখোপাধ্যায়, যিনি হেমন্ত মুখোপাধ্যায় নামেই সমধিক সুপরিচিত। কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক। উপমহাদেশের প্রায় সবকটি প্রধান ভাষায় রয়েছে তাঁর গান, রয়েছে জনপ্রিয়তা। ১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ৬৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি গেয়েই গেছেন, “আসবো না ফিরে কোনদিন”। কিন্তু “নদীর মতো” হারিয়ে যেতে পারেন নি হেমন্ত মুখোপাধ্যায়। তাঁর সৃষ্টি তাঁর কন্ঠই তাঁকে বাঁচিয়ে রেখেছে, রাখবে চিরদিন। প্রিয় গায়কের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
মুজতবা সউদ