প্রথমবারের মতো পশ্চিমবাংলার ছবিতে অধরা খান

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ছবিতে অভিনয় করছেন অধরা খান। মালদ্বীপে প্রথম লটের শুটিং শেষ করে গত সোমবার রাতে দেশে ফিরেছেন ঢাকাই ছবির এই অভিনেত্রী। দক্ষিণী পরিচালক কারুনাক্কারের নাম ঠিক না হওয়া বাংলা ছবিটির বাকি অংশের শুটিং করতে আগামী সপ্তাহে কলকাতা যাবেন অধরা। ছবিতে অধরার সঙ্গে আছেন ভারতের একঝাঁক নতুন মুখ।
অধরা বলেন, ‘মালদ্বীপে দুই সপ্তাহ শুটিং শেষে ২০ সেপ্টেম্বর মধ্যরাতে দেশে ফিরেছি। এই ছবির সঙ্গে যুক্ত হয়েছি দুবাইয়ের একটি এজেন্সির মাধ্যমে। আমার একটি পোর্টফোলিও আছে তাঁদের কাছে। এই ছবির কিছু চমকপ্রদ তথ্য আছে, নভেম্বরে ছবি মুক্তির আগেই সেসব জানাব। কলকাতার একটি থ্রিডি ছবিতে কাজ করার প্রস্তাবও পেয়েছি। তবে এখনো হ্যাঁ-না বলিনি।’
বাংলাদেশে তিনটি ছবি মুক্তি পেয়েছে অধরার—‘নায়ক’, ‘মাতাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি। মুক্তির অপেক্ষায় আছে ‘বর্ডার’।
আলমগীর কবির