নব্বই দশক মাতানো টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও জিনাত হাকিমের মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। নাযাহ’র বরের নাম নাফিজ ফুয়াদ শুভ। ১ নভেম্বর মোহাম্মদপুরে আজিজুল হাকিমের বাড়িতেই তার বিয়ের কাবিন হয়েছে। এরপর ২ নভেম্বর পূবাইলের হাসনা হেনা শুটিং স্পর্টে গায়ে হলুদ এবং ৪ নভেম্বর রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুভ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। আর নাযাহ ঢাকা কমার্স কলেজের বিবিএর শেষ বর্ষের ছাত্রী। ৭ সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনে বরের বাড়িতে বরের বাগদান অনুষ্ঠিত হয়। আর ১২ সেপ্টেম্বর আজিজুল হাকিমের বাড়িতে কনের বাগদান অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর বরের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে নাযাহ ও শুভর বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান। ট্রাস্ট মিলনায়তনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারানা হালিম, বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, তানভিন সুইটি, দীপা খন্দকার, রুনা খান, শারমিন শীলা, মৌ, মৌসুমী নাগ, বাঁধন, কানিজ আলমাস খান, সাদিয়া ইসলাম মৌ, বিপাশা হায়াৎ, জাহিদ হাসান, নাদের চৌধুরী, মোহন খান, বাধনসহ অনেকেই। আজিজুল হাকিম বলেন, ‘মেয়েকে বিয়ে দিলাম। দায়িত্ব পালনের আনন্দ হচ্ছে। অন্যদিকে মেয়েকে বিদায় দিতে হলো শ্বশুরবাড়িতে, কিছুটা বিষন্নতাও আছে। আমার বাড়ি আলোকিত করে রাখা মেয়ে এখন তার শ্বশুরের বাড়িতে আলো ছড়াবে। সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেন সফল স্ত্রী হতে পারে। সুখে থাকে স্বামী-সংসার নিয়ে।’ তিনি বলেন, নাযাহ ও শুভ দুজনের পছন্দমতেই বিয়ে হয়েছে দুই পরিবারের সম্মতিতে।
আলমগীর কবির