পপি’র জন্মদিন এ শুভেচ্ছা ও ভালোবাসা

সাদিকা পারভিন পপি। “আনন্দ বিচিত্রা”র সেই কিশোরী ফটো সুন্দরী থেকে এতটা পথ পেরুনো এক নায়িকা, এক অভিনয় শিল্পী। বেশ কটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক কৃতিত্ব ধারন করে আছে যে মেয়েটি। আজ তার জন্মদিন। শুভেচ্ছা এই অভিনয় শিল্পীকে। পাশাপাশি আমরা আশা করি, পপি যেন তার মেধা, মনন আর অভিনয় দক্ষতায় চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ করত পারে।

মুজতবা সউদ