তুমি যে আমার কবিতা, গানেরই খাতায় স্বরলিপি লিখে, এই পৃথিবীর পান্থশালায়, একি বাঁধনে বলো জড়ালে আমায়, আমি সাত সাগর পাড়ি দিয়ে, ও মেয়ের নাম দেব কী ভাবি শুধু তাই, এই পৃথিবীতে তবে কী আমার নেই কোন ঠাঁই (মানবেন্দ্র মুখোপাধ্যায়), এক অন্তবিহীন স্বপ্ন ছিলো, যদি বউ সাজো গো, শিল্পী আমি শিল্পী, জীবনও আঁধারে পেয়েছি তোমারে,……
ভাবছেন এভাবে একের পর এক এমন সব জনপ্রিয় গানের কথা আমি লিখে চলেছি কেন? আসলে মনে পড়ে যাচ্ছে একজনকে ভাবতে গিয়ে। যিনি এমন সব কথায় সুর দিয়েছিলেন। তিনি সুবল দাস। ১৯৫৯ সালে এফডিসির তত্বাবধানে নির্মিত “আকাশ আর মাটি” ছবির সংগীত পরিচালনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এই সংগীত সাধক জড়িয়ে পড়েন চলচ্চিত্রের সংগে। তারপর একের পর এক করে গেছেন সংগীত পরিচালনা। রেডিও এবং টেলিভিশনেও দিয়েছেন অসংখ্য গানের সুর। যা জনপ্রিয় হয়েছে, শ্রোতাদের মনের মুকুরে গেঁথে আছে। আমি যদি সেই সব গানের কথা এখন লিখতে শুরু করি, তবে “যখন থামবে কোলাহল” তখনও লেখা শেষ হবেনা। এই সুরকারের জীবন থেমে গেছিলো ২০০৫ সালের ১৬ আগস্ট। বেঁচে আছে তাঁর সুর, থাকবে চিরকাল। সুবল দাস এঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।
মুজতবা সউদ