ছবির নাম ‘আসমানী’। ২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান ছবির পরিচালক এম সাখাওয়াত হোসেন। এ ছবিতে সুস্মি চিত্রনায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন। নিজের নতুন ছবি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী সুস্মি। তিনি বলেন, এর আগে মডেলিং করা হলেও বড় পর্দার জন্য এটাই ছিল আমার প্রথম কাজ। এ ছবির গল্পটিও ভিন্ন ধরনের। ছবিতে ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। এ ছবির নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। ছবির নায়ক বাপ্পিসহ ইউনিটের সবাই আমাকে বেশ সহযোগিতা করেছেন। গাইবান্ধার রসুলপুর গ্রামের চরে এবং শহরের বেশকিছু জায়গায় এর দৃশ্যধারণের কাজ হয়েছে। নির্মাতা বেশ যতœ নিয়ে কাজটি করেছেন। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। চিত্রনায়ক বাপ্পিও ছবিটি নিয়ে বেশ আশাবাদ প্রকাশ করেছেন। ঘাসফড়িং প্রযোজিত এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, অরুণা বিশ্বাস, এস এম মহসিন প্রমুখ।
অর্ণব আদিত্য