১৫৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে নবাগতা চিত্রনায়িকা অধরা খানের দুই ছবি ‘নায়ক’ ও ‘মাতাল’। অন্যদিকে, জয়া আহসান প্রযোজিত ও অভিনীত দেবী চলচ্চিত্রটি দ্বিতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে ৩৫ প্রেক্ষাগৃহে। শুক্রবার ৮০ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো শাহিন সুমন পরিচালিত ‘মাতাল’। এ চলচ্চিত্র দিয়েই বড়পর্দায় পা রাখেন চিত্রনায়িকা অধরা খান। তবে, গত সপ্তাহেই ইস্পাহানী ও আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ চলচ্চিত্রটির মাধ্যমে বড়পর্দায় আনুষ্ঠানিক অভিষেক ঘটে তার। চলচ্চিত্রটি দ্বিতীয় সপ্তাহে এসে ৭৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছে প্রদর্শক সমিতি। সবমিলে দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে চিত্রনায়ক সাইমন সাদিক ও বাপ্পীর বিপরীতে চলছে অধরা খানের দুই ছবি। চিত্রনায়িকা অধরা খান বলেন, “এটি আমার জন্য অনেক বড় পাওয়া এই জন্য যে, বড়পর্দায় একসঙ্গে দুই ছবি নিয়ে এতগুলো প্রেক্ষাগৃহে দর্শকের সামনে উপস্থিত হতে পারছি।
অন্যদিকে, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে জয়া আহসান প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘দেবী’ দ্বিতীয় সপ্তাহে ২৯ থেকে বেড়ে ৩৫টি প্রেক্ষাগৃহে চলছে। অনম বিশ্বাস পরিচালিত চলচ্চিত্রটি মূলত উন্নত প্রেক্ষাগৃহের সংকটের কারণেই দেশের সব জায়গায় এখনই প্রদর্শন করা যাচ্ছে না। সম্প্রতি প্রেক্ষাগৃহের গুণগত মান নিয়ে জয়া আহসান বলেন, “এ ছবিটা আমরা নির্মাতা অনম বিশ্বাস যে কালার টোনে বানিয়েছেন, যে আলো ছায়ার কাজগুলো তা আমাদের ছবিটা ছবি হয়ে ওঠার জন্যই প্রয়োজন ছিলো। কিন্তু আমরা সব হলে সেটা পাচ্ছি না। ফলে বেশি হলে ছবিটা আমরা দেখাতে পারছি না। এটা যে কি কষ্টের আমাদের জন্য। প্রথম থেকেই সবাই চাচ্ছিলো, কিন্তু আমরা চেয়েছি প্রাথমিকভাবে একটু ভালো হলগুলোতে যাক ছবিটা। এখন হয়তো আমরা ছেড়ে দিবো সব হলে। কিন্তু মনে একটা কষ্ট থেকেই যাবে।” এদিকে চলচ্চিত্রটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি ইতিমধ্যেই ব্যাবসায়িকভাবে সফলতা অর্জন করেছে।
অর্ণব আদিত্য