শীঘ্রই আসছে সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী প্রিয়াংকা জামানের নতুন মিউজিক ভিডিও। ২৪ অক্টোবর কক্সবাজারে তার নতুন গানের মিউজিক ভিডিও এর শুটিং এর কাজ শেষ করলেন। প্রিয়াংকা জানান, কক্সবাজারে নতুন গানের কাজ শেষ করলাম। আমার সাথে সহশিল্পী হিসেবে কাজ করেছেন দ্বীপ চৌধুরী। গানের কথা গুলো অনেক সুন্দর, শিরোনাম হলো- ইস্ক থেকে ও প্রিয়ারে প্রিয়ারে। আর গান গেয়েছেন কাজল বিল্লাল ভাই। ধন্যবাদ জানাতে চাই কন্ঠশিল্পী অন্তর রহমানকে সুন্দর কাজটি আয়োজন করার জন্য।
অর্ণব আদিত্য