গত সপ্তাহে রুপালি পর্দায় হাজির হয়েছিলেন বাপ্পি অধরা জুটি। ছবির নাম ‘নায়ক’। এ ছবির মাধ্যমেই প্রথমবার রুপালি পর্দায় হাজির হন অধরা। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ছবি ‘মতাল’ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন অধরা। এবার তার বিপরীতে আরেক জনপ্রিয় নায়ক সাইমন সাদিক। গত কোরবানীর ঈদে মুক্তি পেয়েছিল সাইমন সাদিক পরিচালিত ‘জান্নাত’। ছবিটিতে সাইমনের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ‘জান্নাতে’র পর আবারো নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। কথা ছিল ১২ অক্টোবর মুক্তি পাবে ‘নায়ক’ ও ‘মাতাল’। কিন্তু আইনি জটিলতার কারণে তা মুক্তি পায়নি। অবশেষে ১৯ অক্টোবর মুক্তি পায় ‘নায়ক’ আর ২৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘মাতাল’।
শাহীন সুমন পরিাচলিত ‘মাতাল’ ছবিটি প্রযোজনা করেছে শরীফ চৌধুরী। তিনি বলেন, ‘১২ তারিখে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু আইনি ঝামেলার কারণে দিতে পারিনি। এখন মামলা থেকে রেহাই পাওয়ায় ছবিটি মুক্তি দিচ্ছি। ২৬ তারিখেই মুক্তি পাবে ছবিটি। অধরা বললেন, ‘ভালো লাগছে যে, শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে।’