প্রশংসা কুড়াচ্ছে টিপু আলম মিলনের লেখা ঈদের নাটক

প্রশংসা কুড়াচ্ছে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের লেখা গল্পে ঈদুল আযহার নাটক। এবার ঈদে বৈশাখী টিভিতে প্রচারিত হয় তার লেখা গল্পের ৮ নাটক। এর মধ্যে ৫টি একক ও ৩টি ৭ পর্বের ধারাবাহিক। একক নাটক পাঁচটি হলো, অনন্য ইমনের পরিচালনায় ‘দেনমোহর’, সরদার রোকনের পরিচালনায় ‘বাবু’, মজিবুল হক খোকনের পরিচালনায় ‘সন্দেহ বিবি’, শৌর্য দীপ্ত সূর্যর পরিচালনায় ‘ডিভোর্সী বউ’ এবং বর্ণনাথের পরিচালনায় ‘গরীবের সুন্দরী বউ’।
৩টি সাপ্তাহিক ধারাবাহিকের মধ্যে হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেলের যৌথ পরিচালনায় ‘বাগান বাড়ি’, আল হাজেনের পরিচালনায় ‘প্রবাসীর টাকার মেশিন’ এবং এস এ হক অলিকের পরিচালনায় ‘কোরবানীর বিরাট হাট’।
তার লেখা প্রতিটি নাটকই দারুণ প্রশংসিত হচ্ছে। তার গল্প মানেই হাস্যরসে পরিপূর্ণ। গ্রোগ্রাসে লুফে নেয় তাবত দর্শক। লক্ষ লক্ষ কমেন্টসই প্রমাণ করে দর্শকের কাছে তিনি কতটা জনপ্রিয়। গত ঈদুল ফিতরেও তার লেখা ‘হিল্লা বিয়ে’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করে। রাশেদ সীমান্ত, নাদিয়া আহমেদ, অলিউল হক রুমি অভিনীত সরদার রোকন পরিচালিত ‘হিল্লা বিয়ে’ নাটকটি ইউটিউবে আপলোড করার সপ্তাহ খানেকের মধ্যেই ৫০ লাখ ভিউ অতিক্রম করে। এবার ঈদেও ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নেওয়ার পথে আল হাজেন পরিচালিত ৭ পর্বের ধারাবাহিক ‘প্রবাসী টাকার মেশিন’, এস এ হক অলিক পরিচালিত ‘কোরবানীর বিরাট হাট’ এবং হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেলের পরিচালিত জাহিদ হাসান অভিনীত ‘বাগান বাড়ি।
প্রশংসিত একক নাটকগুলোর মধ্যে সরদার রোকনের পরিচালনায় ‘বাবু’, মজিবুল হক খোকনের পরিচালনায় ‘সন্দেহ বিবি’, শৌর্য দীপ্ত সূর্যর পরিচালনায় ‘ডিভোর্সী বউ’ এবং বর্ণনাথের পরিচালনায় ‘গরীবের সুন্দরী বউ’ অন্যতম।
বৈশাখী টিভিতে প্রচারিত নাটকগুলোর ভেতর ইতোমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে রোমান রনির রচনা ও পরিচালনায় রাশেদ সীমান্ত অভিনীত ‘হাটা জামাই’ এবং মিলন ভট্ট’র রচনা ও পরিচালনায় ‘নয়ন তারা স্টোর’। হাটা জামাই ইউটিউবে আপ করার তিন দিনের মধ্যেই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, অন্যদিকে মিলন ভিউয়ের পথে রয়েছে নয়নতারা স্টোর, যার ভিউ ৮ লাখ। তারিক মুহাম্মদ হাসান পরিচালিত রাশেদ সীমান্ত মৌসুমী মৌ অভিনীত একক নাটক ‘ভাইয়ের সাথে একান্ত আলাপে নাটকটিও বেশ প্রশংসিত হচ্ছে।
রোমান রায়