দুঃখ প্রকাশ নিশো-মেহজাবীনের

ঈদের বিশেষ নাটক ‘ঘটনা সত্য’র বিরুদ্ধে বিশেষ শিশুদের বাবা-মায়ের ‘পাপ কর্মের ফল’ বলে বার্তা দেওয়ার অভিযোগ উঠেছে। যা একেবারে নৈতিকতা বিরোধী বলে দাবি করা হচ্ছে।
প্রকাশের পর নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই বিষয়টি ‘একেবারেই অনাকাঙ্ক্ষিত’ ভুল বলে দুঃখ প্রকাশ করে ‘ঘটনা সত্য’ নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকুশলীদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকুশলীদের পক্ষ থেকে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অনেকেই জানিয়েছেন, এ নাটকের মাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে। অভিযোগটির সাথে আমরা সহমত পোষণ করছি। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। যারা আমাদের নাটক ‘ঘটনা সত্য’র এ বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন, সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। ’ আরও বলা হয়, ‘প্রথম বার্তা পাবার পরপরই আমরা উপলব্ধি করি, অসাবধানতাবশতঃ নাটকে আমরা ভুল একটি বার্তা পৌঁছে দিয়েছিলাম। এরপর আমরা সঙ্গে সঙ্গেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেই। প্রয়োজনীয় সংশোধনের পর নাটকটি পুনরায় আবারো পরবর্তীতে প্রকাশ করা হবে। সবশেষে প্রত্যেক বাবা-মা ও সন্তানের প্রতি আমাদের ভালোবাসা জানাই। সেই সাথে, ভবিষ্যতে এমন প্রযোজনা তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছি যা সঠিক বার্তা সমাজে ছড়িয়ে দেয় এবং দর্শকদের সঠিক পথে পরিচালিত করে। আপনাদের অমূল্য সহায়তার জন্য অশেষ ধন্যবাদ। ’
বিবৃতির সঙ্গে নাটকটির অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, পরিচালক রুবেল হাসান, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নাম সংযুক্ত করা হয়। তারা সবাই ফেসবুক বিবৃতিটি পোস্ট করেছেন। ‘ঘটনা সত্য’ নাটকটি সিএমভি’র ঈদ অনুষ্ঠানমালায় ইউটিউবে প্রকাশ পায়। প্রকাশের পরই ব্যাপক সমালোচনা শুরু হয় নাটকটি নিয়ে।
এক বিশেষ শিশুর মা ফেসবুকে ভিডিওবার্তা দিয়ে নাটকটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘বিশেষ শিশুর মা হিসেবে নানা সময়ে সমাজের মানুষদের বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। অনেকে বলেন, আমাদের কোনো পাপের কারণে আমাদের সন্তান এমন হয়েছে। কিন্তু যেকোনো ধর্মে বলা আছে, আপনারা যদি বিশেষ শিশুর বাবা-মা হন, তাহলে আপনারা আশীর্বাদপুষ্ট। ‘ঘটনা সত্য’ নাটকে যে বার্তা দেওয়া হয়েছে তা আমি একেবারেই মেনে নিতে পারি না। দায়িত্বশীল জায়গা থেকে সংশ্লিষ্টরা এ ধরনের ভুল বার্তা দিতে পারেন না। আমি আশা করবো নাটকটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে। ’
এছাড়া বিষয়টি নিয়ে বিশেষ শিশুদের নিয়ে কাজ করা কিছু সংগঠনের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। মাইনুল শানুর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
রোমান রায়