সৌরভ গাঙ্গুলী’র জন্মদিন পালিত

সৌরভ গাঙ্গুলি। এই নামটা বলার পর তাঁকে চেনাতে হয় না। পুরো নাম সৌরভ চণ্ডিদাস গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের তিনিই একমাত্র বাঙ্গালী অধিনায়ক। ভারতীয় দলে তাঁর অসাধারন নৈপুণ্য এখনও উদাহরন। এ জন্য “পদ্মশ্রী” খেতাব পেয়েছেন। পাশাপাশি তিনি একজন সফল উপস্থাপক। একটি টিভি চ্যানেলে তাঁর ‘দাদা গিরি’ অনুস্ঠানটি পশ্চিম বংগ সহ বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। পশ্চিম বংগে তাঁকে ডাকা হয় ‘দাদা’ নামে। মানুষ ভালোবেসে তাঁর উপাধি দিয়েছে “মহারাজ”। ডাকসাইটে এই তারকা স্ত্রী ডোনা (গাঙ্গুলি)কে বিয়ে করেছিলেন পালিয়ে। তাঁদের সুখের ঘরে রয়েছে কন্যা সানা গাঙ্গুলি। বেশ কয়েকমাস থেকে হৃদরোগে ভুগছেন সৌরভ গাঙ্গুলি। মাস দুয়েক আগেও তাঁকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নিতে হয়েছিল। গতকাল ৮ জুলাই সৌরভ গাঙ্গুলির জন্মদিন। শুভেচ্ছা আর ভালোবাসার পাশাপাশি প্রার্থনা করি ক্রিকেটের এই বাঙ্গালী মহারাজ যেন সুস্থ থাকেন।
মুজতবা সউদ