এবার প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন ‘কসাই’ খ্যাত চিত্রনায়িকা প্রিয়মনি। আসন্ন কোরবানি ঈদে দুইশ গরু উপহার দেবেন। এই প্রতিবেদককে এমন তথ্য জানিয়েছেন সুন্দরী নায়িকা প্রিয়মনি নিজেই। তিনি জানিয়েছেন, দুইশ গরু দেবেন তিনি।
প্রিয়মনি বলেন, ২৪ জুন আমি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছি। এটি বিখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড Rangs Electronics এর kelvinator ও Rangs ফ্রিজ এর একটি প্রমোশনাল বিজ্ঞাপনচিত্র। এটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্যে নির্মাণ করা হচ্ছে। এই বিজ্ঞাপনচিত্রে দুটি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে প্রমোশন করা হবে ফ্রিজ কিনলে আকর্ষণীয় মূল্য ছাড় এবং লাকি কুপনের মাধ্যমে দুইশ গরু উপহার দেওয়া হবে।
তাহলে বুঝতেই পারছেন মূল ঘটনা কী ? বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে উঠতি চিত্রনায়িকা প্রিয়মনি বিজ্ঞাপনচিত্রে পণ্যের প্রমোশনে গরু উপহার দেওয়ার বিষয়টি ক্রেতাদের সামনে তুলে ধরবেন।
উল্লেখ্য, এটিই দীর্ঘকায় সুন্দরী ও গ্ল্যামারাস চিত্রনায়িকা প্রিয়মনির প্রথম বিজ্ঞাপনচিত্র। এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে প্রথমবার তিনি মডেল হিসেবে আত্মপ্রকাশ করলেন। এমন মজাদার ও ব্যতিক্রমী বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমার অভিনীত প্রথম চলচ্চিত্র কসাই মুক্তি পাওয়ার আগে এবং পরে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের অফার ছিল। সেগুলো থেকে বেছে আমি এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেল হিসেবে আত্মপ্রকাশ করলাম।
এই বিজ্ঞাপনচিত্রে মডেলিং করার কারণ হিসেবে তিনি বলেন, এটি বিখ্যাত একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্র। এর ওপর ব্যতিক্রমী ও মজাদার স্ক্রিপ্ট নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এই জন্যেই নিজের প্রথম মডেলিং হিসেবে এটিই করলাম। তাছাড়া এটি আমাকে মডেল হিসেবে ব্যাপক আলোচনায় নিয়ে আসবে বলেও আমি বিশ্বাস করি।
জানা গেছে, বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন বাসেদ বাবু। চিত্রগ্রহণ করেছেন নুরুজ্জামান। আর এটির শুটিং করা হয়েছে ঢাকার বাংলামোটরে সোনারতরী টাওয়ারে অবস্থিত Rangs এর শোরুমে।
রোমান রায়