নতুন দুটি চলচ্চিত্রে যুবরাজ

অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় হরর রোমান্টিক ছবিতে পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে অভিনেতা যুবরাজকে। এছাড়াও আগামী ২০-২২ জুন ডায়েল রহমান পরিচালিত ঐতিহাসিক গল্প ‘ঈসা খাঁ’ ছবিতে অভিনয় শুরু করবেন জমিদার চরিত্রে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব।
এছাড়াও, বিটিভিতে প্রচারের অপেক্ষায় রয়েছে মামুনুর রশীদের রচনা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ফজলে আজিম জুয়েল পরিচালিত ঐতিহাসিক ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’। এই নাটকেও অভিনয় করেছেন যুবরাজ। এসজি প্রডাকশন প্রযোজিত পানি বাবা, ভিক্ষুক, ভণ্ড বাবা ও প্রকোপ নাটকগুলোতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যুবরাজ।
মূলত মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা যুবরাজ ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত শতাধিক নাটক, ছয়টি চলচ্চিত্র, তিনটি বিজ্ঞাপন ও একটি ডকুমেন্টারিতে অভিনয় করে শিল্পী সংঘের সদস্য এবং এফডিসির সদস্য হয়েছেন।
যুবরাজ বলেন, বিটিভিতে তালিকাভুক্ত হওয়ার জন্য এবার আবেদন করবো। গত হয়ে যাওয়া অডিশন করোনাকালীল সময়ে হওয়ায় আবেদন করে সাক্ষাৎ করতে পারিনি। আমার মিডিয়ার গুরু ও ঢাকার অভিভাবক চিত্রনায়ক ও আদর্শ পুলিশ অফিসার ডিএ তায়েব স্যারের জন্য এখন থেকে এসজি প্রডাকশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ডিবি’ নাটক, টেলিফিল্ম, খন্ড নাটক, ছবি সকল ধরনের কাজেই নিয়মিত অভিনয় করার সুযোগ পাব ইনশাআল্লাহ। আমৃত্যু অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে তৈরি করার জন্য সকলের কাছেই দোয়া চাই।
রোমান রায়