হেমন্ত মুখোপাধ্যায়। এই নামটির সঙ্গে আর কিছু বলার প্রয়োজন আছে কি? আমার মনে হয়না আছে। এই উপমহাদেশের খুব কম মানুষই রয়েছেন যিনি এই নামটি শোনেননি, তাঁর গান শোনেননি কিংবা তাঁর সম্পর্কে কিছু জানেন না। আমার বন্ধুদের অনেকেই আমার চাইতেও হেমন্ত মুখোপাধ্যায় কে বেশী ভালোবাসেন, তাঁর সম্পর্কে বিস্তারিত জানেন। দুইবার ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত হেমন্ত মুখোপাধ্যায়ের ১৯২০ সালের ১৬ জুন, তিনি ভারতের বারানসিতে জন্মগ্রহন করেন। “সুরের ভুবনে”র এই “শুকতারা”র প্রতি জন্মদিনের শুভেচ্ছা।
মুস্তবা সউদ