আতিকুল হক চৌধুরী। ঢাকা টেলিভিশন অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন এর বুনিয়াদ রচনা করেছেন যারা, তাঁদের একজন। নাট্যকার, নাট্য প্রযোজক এবং অনুষ্ঠান নির্মাতা। অবসর নেবার পর তিনি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ব বিভাগের শিক্ষক। তাঁর মাধ্যমেই অনেক বিখ্যাত টিভি তারকা সুযোগ পেয়েছেন টেলিভিশনে, তৈরি হয়েছেন অনেক নাট্যকার। আমার বাবার সঙ্গে ছিলো তাঁর সুসম্পর্ক। বিশ্ব সাহিত্য কেন্দ্র এর গোড়াপত্তনের সময় তাঁর ছেলে এনামুল হক চৌধুরীর সঙ্গে আমার ছিলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা তাঁকে বলিনি কখনও। উপমহাদেশে দর্শক উপস্থিতিতে প্রথম ধারাবাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সপ্তবর্ণা’ নির্মাণ করেছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ স্যার। এরপর ‘চতুরঙ্গ’। লোদী প্রথম থেকেই স্যারের সংগে সহকারী পরিচালক ছিলো। পরে সুশীল, তারপর আমি। BTV ভবনে যাওয়া আসা ছিলো নিত্য। দেখা হত উনার সঙ্গে প্রায়ই। সালাম দিতাম। উনি মিস্টি হেসে জবাব দিতেন, কুশল বিনিময় হতো। ব্যাস এটুকুই। টিভি নাটকের পুরোধা ব্যাক্তিত্ত, শিক্ষক আতিকুল হক চৌধুরী ২০১৩ সালের ১৭ জুন প্রয়াত হন। বিনম্র শ্রদ্ধা তাঁর প্রয়ান দিনে।
মুস্তবা সউদ