দেবী’তে মেহজাবিন

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দেবী’। প্রীতি দত্তর রচনায় নাটকটি পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার বিপরীতে আছেন এস এন জনি। গল্পে দেখা যাবে, দীর্ঘদিন পর আমেরিকা থেকে দেশে ফিরেছে জয়ন্ত। জয়ন্তর মা তাকে বিয়ে করাতে চায়। মায়ের ইচ্ছামত চলছে পাত্রীর খোঁজ। একদিন খুব সকালে হঠাৎ জয়ন্তর ঘুম ভাঙ্গলো মিষ্টি কন্ঠের গান শুনে। এগিয়ে গিয়ে জয়ন্ত দেখে তাদের চিলেকোঠায় একটি মেয়ে পূজা করছে আর গান গাইছে। নাম জানতে চাইলে মেয়েটি উত্তর দেয় ‘দেবী’। ঘটনাক্রমে দেবীকে ভালো লেগে যায় জয়ন্তর। দেবীও ক্রমে পছন্দ করে জয়ন্তকে। কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? সেটির উত্তর জানতে চাইলে দেবী জয়ন্তকে জানায়, তারা লোয়ার কাস্টের। এই প্রেম জয়ন্তর বাবা মা মেনে নিবে না। তাই সেই বারবার পিছিয়ে যায়। নাটকীয়তার পরে বিজয়া দশমীর দিন দেবীকে সসম্মানে বাসায় নিয়ে আসে জয়ন্তর বাবা।
অর্ণব আদিত্য